SOS kolkata এক আসন্ন বাংলা চলচ্চিত্র। পুজোর ঠিক আগেই মুক্তি পেতে চলেছে মুভিটি !
পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুশ , এবং প্রধান চরিত্রে অভিনয় করবেন নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, এনা সাহা এবং সব্যসাচী চক্রবর্তী।
সব মিলিয়ে জমজমাট টলিউড । এসওএস কলকাতায় অংশ নেওয়া অন্য জনপ্রিয় অভিনেতা হলেন শান্তিলাল মুখার্জি। 17 ই অক্টোবর 2020 মুক্তি পেতে চলেছে এই ছবিটি ! গতকাল মুভিটির প্রেস মিটে লক্ষ্য করা যায় চাঁদের হাট l উপস্থিত ছিলেন যশ দাশগুপ্ত এবং মুভির অন্যান্য প্রমুখ অভিনেতা ও অভিনেত্রীগণ l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন