সুশান্তের মৃত্যুর ঘটনায় সম্প্রতি রিয়া চক্রবর্তী সহ ৫ জনের বিরুদ্ধে পাটনার রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা কৃষ্ণ কিশোর সিং। সুশান্তকে আত্মহত্যা প্ররোচনা দেওয়া, জোর করে অর্থ আদায় সহ ১৬ দফা অভিযোগ নিয়ে রিয়াদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন কে কে সিং। রিয়ার পাশাপাশি তাঁর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী, মা সন্ধ্যা চক্রবর্তী, ভাই সৌভিক চক্রবর্তী এবং অভিনেত্রীর প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীর বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ।
এদিকে সুশান্তের মৃত্যুর তদন্তের খাতিরে মুম্বইতে পৌঁছনোর পরই বিহার পুলিসের তদন্তকারী অফিসারকে জোর করে কোয়ারেন্টিন করা হয় বলে অভিযোগ। যদিও বিএমসির তরফে জানানো হয়, বিহার পুলিসের ওই আইপিএস ঘরোয়া বিমানে করে মুম্বইতে পৌঁছেছেন। তাই নিয়ম মাফিকই তাঁকে কোয়ারেন্টিন করা হয়। যদিও বিহার পুলিসের ওই তদন্তকারী অফিসার দাবি করেছেন, কোয়ারেন্টিন থাকা অবস্থাতেই তিনি তদন্তের কাজ চালিয়ে যাচ্ছেন।
August 04, 2020 from Ekhon Somoi
August 04, 2020 from Ekhon Somoi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন