Advertise

test

LIVE

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৯ আগস্ট, ২০২০

অভিনয়ের সাথে এখন রাজ্যের দাবার দায়িত্বে সোহেল !

অভিনয়ের পাশাপাশি এখন রাজ্যের দাবার দায়িত্বে সোহেল। অভিনেতা সোহেল বলেন, আমি সাউথ ২৪ পরগনা ডিস্ট্রিক্ট থেকে বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন এর J.T SECY সিলেক্ট হয়েছি,সবাইকে অনেক ধন্যবাদ আমায় নির্বাচন করার জন্য।



কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বোর্ড গঠনের পরেই লকডাউন পিরিয়ড শুরু হয়ে গেল।আপনারা সবাই জানেন যে এখন সবধরণের আউট গেম বন্ধ,ফুটবল,ক্রিকেট,হকি,সব বন্ধ,এইসময় দাবা একটা ভালো বিকল্প হতে পারে,অনেকটা ফেলুদার ভাষায় “মগজ শাস্ত্রের খেলা”।



যদিও দাবা প্রতিযোগিতা স্কুল এবং কলেজ লেভেল এ রয়েছে কিন্তু এই লকডাউন এর পাশে ইভার্চুয়াল চেস চ্যাম্পিয়নশিপ করা যেতে পারে স্টুডেন্টস দের জন্য,আমরা খোলা মনে সব অপশনস বিবেচনা করছি।আমাদের আগামীদিনের মিটিং এ এসব বিকল্প নিয়েই বিবেচনা চিন্তা করছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot