অভিনয়ের পাশাপাশি এখন রাজ্যের দাবার দায়িত্বে সোহেল। অভিনেতা সোহেল বলেন, আমি সাউথ ২৪ পরগনা ডিস্ট্রিক্ট থেকে বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন এর J.T SECY সিলেক্ট হয়েছি,সবাইকে অনেক ধন্যবাদ আমায় নির্বাচন করার জন্য।
কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বোর্ড গঠনের পরেই লকডাউন পিরিয়ড শুরু হয়ে গেল।আপনারা সবাই জানেন যে এখন সবধরণের আউট গেম বন্ধ,ফুটবল,ক্রিকেট,হকি,সব বন্ধ,এইসময় দাবা একটা ভালো বিকল্প হতে পারে,অনেকটা ফেলুদার ভাষায় “মগজ শাস্ত্রের খেলা”।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন