ভক্তদের পাশাপাশি বি টাউনের একাধিক তারকাও শুভেচ্ছা জানাতে শুরু করেন নবাব-বেগমকে। সোহা আলি খান যখন দাদাকে 'কোয়োডফাদার' বলে সম্মোধন করেন, সেই সময় সইফের প্রথম পক্ষের ছেলে ইব্রাহিমও বাবাকে শুভচ্ছা জানান। সোহার স্টেটাস দেখে সেখানে বাবার জন্য ইমোজি শেয়ার করেন ইব্রাহিম।
সইফের ওই ইমোজি প্রকাশ্যে আসার পরই তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়। অন্যদিকে সারা আলি খানের জন্মদিনের দিনই খুশি খবর প্রকাশ করা হয়। করিনা দ্বিতীয়বার মা হচ্ছেন বলে জানানো হয় সইফের পিআর টিমের তরফে। সইফের পিআর টিমের ওই ঘোষণার পর করিনা নিজে দ্বিতীয়বার মা হচ্ছেন বলে খবর প্রকাশ্য আনেন।
August 13, 2020 from Ekhon Somoi
সইফের ওই ইমোজি প্রকাশ্যে আসার পরই তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়। অন্যদিকে সারা আলি খানের জন্মদিনের দিনই খুশি খবর প্রকাশ করা হয়। করিনা দ্বিতীয়বার মা হচ্ছেন বলে জানানো হয় সইফের পিআর টিমের তরফে। সইফের পিআর টিমের ওই ঘোষণার পর করিনা নিজে দ্বিতীয়বার মা হচ্ছেন বলে খবর প্রকাশ্য আনেন।
August 13, 2020 from Ekhon Somoi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন