Advertise

test

LIVE

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৫ আগস্ট, ২০২০

নতুন করে আক্রান্ত ১০৮, দক্ষিণ দিনাজপুরে মোট সংক্রামিত ১৪৬৩জন

ক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে আরও ১০৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২ ও ৩ অগাস্ট আক্রান্তদের সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদা মেডিক্যাল কলেজের ভিআরডিএলে পাঠানো হয়েছিল। সেখান থেকে ৮৪ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। তবে বাকি ২৪জন অ্যান্টিজেন ও ট্রু নাট টেস্টের মাধ্যমে পজেটিভ হয়েছেন।

 মালদা থেকে আসা রিপোর্টের ৮৪জনের মধ্যে বালুরঘাট শহরের ৬জন ও ব্লকের ৮ জন, হরিরামপুরে ১৮জন, গঙ্গারামপুর একজন, কুমারগঞ্জে ১৬জন এবং হিলি ব্লকে ৩৫জন সংক্রামিত হয়েছেন বলে জানা যায়।

 বালুরঘাট শহরের আঁখিরা পাড়ার তিন জন , চকভৃগু, বঙ্গি ও মঙ্গলপুর এলাকার একজন করে সংক্রমিত হয়েছেনl বালুরঘাট ব্লকের খাসপুর বোয়ালদার এলাকার ৩জন এবং পারপতিরাম , পতিরাম , মল্লিকপুর বোল্লা, অযোধ্যা ও খিদিরপুর এলাকার একজন সংক্রামিত হয়েছেন।

এছাড়াও হিলি ব্লকের মাতাস বিনশিরা এলাকার ১৬ জন , পাওরাহার বিনশিরা এলাকার তিনজন , গোয়েশপুরের ৪ জন, জামালপুর ৪, লকমা ২ ,সালাস বিনশিরা এলাকার দুই জন , এছাড়াও বিনশিরা, সিডাই, ও রামজীবনপুর এলাকার একজন করে সংক্রমিত হয়েছেন বলে খবর l গঙ্গারামপুরের কাঁটাতৈরে একজন, হরিরামপুরের গোকর্ণে দশজন ,সৈয়দপুরে চারজন ধনায়পুরে দুজন,পুন্ডরিতে একজন, হরিরামপুরে একজন সংকর্মীত হয়েছেন। কুমারগঞ্জ ব্লকের ভোওরে দুজন, সাফানগর দুজনে, বটুনে দুজন,এ ছাড়াও এলেনদড়ি ,গোলাবাড়ি, কেসুরাইল, সোনারপাড়াতে একজন করে ও রাইনন্দাতে ৬ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

আক্রান্তদের অধিকাংশেরই ট্রাভেল হিস্ট্রি ও উপসর্গ নেই বলে জানা গিয়েছে। এদিনের ১০৮ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৬৩জন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে এদিন ৪০জনের ছুটি হয়েছে। মোট ১০২১ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

August 05, 2020 from Ekhon Somoi

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot