Advertise

test

LIVE

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

গোটা গ্রাম কি তলিয়ে যাবে?


মুর্শিদাবাদ, বাবন সাহা, 1.25:
এখন সময় ডিজিটাল ডেস্ক :ভয়ঙ্কর অবস্থা! গঙ্গার ভয়াবহ ভাঙনে তলিয়ে যাচ্ছে আস্ত গোটা গ্রাম! আতঙ্কিত এলাকাবাসী। কারো দোতলা, কারো তিন তলা আবার কেউ লোন নিয়ে কিংবা বিড়ি বেঁধে কোনরকমে পাকা বাড়ি তৈরি করেছেন। সব হারিয়ে নিঃস্ব হয়ে ঘরবাড়ি ভাঙছেন প্রায় শতাধিক এলাকাবাসী। এক বিভৎস চেহারা এলাকার! কোথায় যাবে? কি খাবে? কোথায় থাকবে? জানে না কেউ।



 সামসেরগঞ্জের ধানঘরা এলকার নিমতিতা অঞ্চলের ধানঘরা গ্রামে গঙ্গা ভাঙ্গন পরিদর্শনে  কবলিত মানুষের পাশে থাকার আশ্বাস দেন মুর্শিদাবাদ জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ আনারুল হক (বিপ্লব)। 
নিজস্ব ব্যাক্তিগত তহবিল থেকে কবলিত মানুষদের থাকা খাওয়ার ব্যাবস্থা করেন তিনি আপাততঃ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot