সুশান্তের মৃত্যুর পর রাগ, ক্ষোভ যে মহেশ ভাটের সিনেমার উপর প্রয়াত অভিনেতার অনুগামীরা প্রকাশ করতে শুরু করেছে, তা কার্যত স্পষ্ট। তবে সড়ক টু নিয়ে দর্শকরা যতই রাগে ফুঁসতে শুরু করুন না কেন, তাঁদের ধন্যবাদ জানান পূজা ভাট। সড়ক টু নিয়ে বিতর্কের মাঝেই এবার আলিয়া শেয়ার করলেন নতুন ভিডিয়ো। যেখানে আদিত্য রয় কাপুরের সঙ্গে আলিয়ার চুম্বনরত আলিয়াকে দেখা যাচ্ছে। অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে সড়ক টু-এর এক খণ্ড টুকরো তুলে দিয়েছেন।
August 14, 2020 from Ekhon Somoi
August 14, 2020 from Ekhon Somoi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন