Advertise

test

LIVE

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

ফের করোনা গ্রাসে কলকাতা পুলিসের এক কর্তা, এই নিয়ে ৯ জনের মৃত্যু, উদ্বিগ্ন লালবাজার

ফের করোনায় মৃত্যু হল কলকাতা পুলিসের এক আধিকারিকের। মৃতের নাম উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার ছিলেন।

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। উপসর্গ থাকায় তিনি কোভিড পরীক্ষা করান। তাঁর রিপোর্ট পজেটিভ আসে। এরপর বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর। কলকাতা পুলিসে এই প্রথম এই পদাধিকারের কোনও পুলিসকর্তার মৃত্যু হল। এই নিয়ে মোট ৯জন পুলিস কর্মীর মৃত্যু হল করোনায়।
পরিসংখ্যান বলছে,

(১) ২০২০ সালের ৬ জুন করোনায় মৃত্যু হয় কলকাতা পুলিসের সাউথ ডিভিশনের কনস্টেবল সেবাস্তিয়ান খাকা।

(২) ২০২০ সালের ১৩ জুন করোনায় মৃত্যু হয় শিয়ালদহ ট্রাফিক গার্ডের কনস্টেবল দিলীপ সর্দার।

(৩) ২০২০ সালের ১২ জুলাই করোনায় মৃত্যু হয় কলকাতা পুলিশের ইস্ট ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার সুব্রত দাস।

(৪) ২০২০ সালের ২৪ জুলাই করোনায় মৃত্যু হয় হেস্টিংস থানার কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মন।

(৫) ২০২০ সালের ২৪ জুলাই করোনায় মৃত্যু হয় কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলের অফিসার ইনচার্জ অভিজ্ঞান মুখার্জি।

(৬) ২০২০ সালের ২৯ জুলাই করোনায় মৃত্যু হয় চারু মার্কেট থানার কনস্টেবল দেবেন্দ্র নাথ তির্কি।

(৭) ২০২০ সালের ৩১ জুলাই করোনায় মৃত্যু হয় চিৎপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তপন চন্দ্র কুমার।

(৮) ২০২০ সালের ২ আগস্ট করোনায় মৃত্যু হয় জোড়াবাগান ট্রাফিক গার্ডের কনস্টেবল দীপঙ্কর সরকার।

August 21, 2020 from Ekhon Somoi

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot