রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে স্টেটাস দেন দীপিকা চিখিলয়াও। রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে প্রত্যেককে শুভেচ্ছা জানান পর্দার সীতা। দেখুন কী লিখলেন দীপিকা চিখলিয়া...
এদিকে বুধবার রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান উপলক্ষে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে মোদীর সঙ্গে বুধবার একই মঞ্চে থাকবেন আরও ৪ জন। তাঁদের সকলের নামই ছাপা হয়েছে গেরুয়া আমন্ত্রণ পত্রে। অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর পাশাপাশি থাকছেন আরএসএসের মোহন ভাগবত। থাকছেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দী বেন পটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঞ্চে এছাড়াও থাকবেন রাম মন্দির ট্রাস্টের প্রধান মোহন্ত নৃত্য গোপাল দাস।
August 05, 2020 from Ekhon Somoi
August 05, 2020 from Ekhon Somoi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন