Advertise

test

LIVE

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

পতাকা উত্তোলনকে কেন্দ্র করে রণক্ষেত্র খানাকুল, তৃণমূল-বিজেপি সংঘর্ষে নিহত ১ বিজেপি কর্মী

স্বাধীনতা দিবসে পতাকা তোলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ বেধে গেল হুগলির খানাকুলের নতিবপুরে। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষে নিহত হলেন এক বিজেপি কর্মী।

শনিবার সকাল থেকে নিজ নিজ পার্টি অফিসে পতাকা তোলার উদ্যোগ শুরু করে বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকরা। দুটি দলেরই পার্টি অফিস সামান্য দূরত্বে। ফলে যাতাযাতের পথে একে অপরকে লক্ষ্য করে অপত্তিকর মন্তব্য করতে থাকে বলে স্থানীয় সূত্রে খবর। এর মধ্যেই সুজেরঘাট এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। শুরু হয়ে যায় বোমাবাজি। ওই সংঘর্ষের মধ্যে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান বিজেপি কর্মী।

আহত অবস্থায় সুদর্শন প্রামাণিককে নিয়ে যাওয়া হয় নতিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিস জানিয়েছে ওই বিজেপি কর্মীর নাম সুদর্শন প্রামাণিক। বাড়ি নতিবপুর এলাকাতেই।

ওই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে। শুরু হয়ে যায় দুপক্ষের তুমুল সংঘর্ষ। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এলাকায় ঢুকেছে খানাকুল থানার পুলিস ও RAF-ও। দফায় দফায় সংঘর্ষ চলছে। এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে।

August 15, 2020 from Ekhon Somoi

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot