সম্প্রতি ট্যুইটারে এক মহিলা সোনুর উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেন। বলেন, জলপাইগুড়ি নিবাসী এক মহিসা খুবই খারাপ অবস্থায় আছেন। স্বামীহীনা ওই মহিলার সন্তান প্রায় খেতে না পেয়ে দিন কাটাচ্ছে। ঝড়বৃষ্টিতে বাড়ি তছনছ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সোনুর সাহায্য চান ওই মহিলার জন্য।
সোনুও এই ভিডিও দেখে দ্রুত জানান, তিনি ওই মহিলার ছাদ ফিরিয়ে দেবেন। গৃহহীনা ওই মহিলাকে বোন বলে সম্বোধন করে অভিনেতা লেখেন, ওঁর বাড়ি সারিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।
August 04, 2020 from Ekhon Somoi
August 04, 2020 from Ekhon Somoi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন