কোনও কিছু ভুলভ্রান্তি হলে দরকার হলে বকবেন, কিন্তু আমাদের ভুল বুঝবেন না। এটা আপনাদেরই ঘর। আপনারাই সব, বুধবার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে এই আর্জিই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা চিকিৎসা করতে গিয়ে চিকিৎসকদের কী সমস্যা হচ্ছে তার খোঁজ করতেই এদিন সব মেডিকেল কলেজের সুপারদের সঙ্গে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি তাঁদের সব সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। কারও এসি প্রয়োজন, আবার কারও পিপিই প্রয়োজন কিংবা কারও আরও বেশি করে চিকিৎসক প্রয়োজন, সবই এদিন বসে সমাধান করে দেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, চিকিৎসকদের এগিয়ে এসে রাজ্যের সঙ্গে একযোগে কাজ করার অনুরোধ করেন তিনি। তখনই এই অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, তিনি নির্দেশে দেন এবার থেকে ডিএমই, ডিএইচএস মেডিকেল কলেজে বসে দায়িত্ব নিয়ে কাজ করবেন। এমনকি স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকেও নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে কী করে চিকিৎসকদের আরও সুস্থ ও ভাল রাখা যায়, তা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে কথা বলে একাধিক সিদ্ধান্ত নেন তিনি।
এক সময় তিনি বলেই ফেলেন, ‘বর্তমান পরিস্থিতি দেখে মনে হয় দূর মরে গেলে মরে যাব, হাসপাতালে যাই, লোকগুলোর পাশে দাঁড়াই। মাঝে মাঝে এটাই মনে হয়। তাতে অন্তত কিছু লোক তো বাঁচবে।’ তিনি জানান, দরজা জানলা খুলে রাখুন, তাতে ভাইরাসটা বেরিয়ে যাবে। আমিও বাড়ি-গাড়ির দরজা খুলে রাখি। তাতে কিছুটা ঝুঁকি কমবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন