Advertise

test

LIVE

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

আপনি এখন নিজেকে ভগবান ভাবছেন! পাক ক্রিকেটকে ধ্বংসের দায়ে ইমরানকে তুলোধনা মিয়াঁদাদের

ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাক ক্রিকেট ধ্বংস করার জন্য কাঠগড়ায় তুললেন সে দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। তাঁর অভিযোগ, দেশের যোগ্য লোকদের বাদ দিয়ে ইমরান পাকিস্তান ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে বিদেশিদের বসাচ্ছেন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মিয়াঁদাদের কটাক্ষ, ইমরান ভগবানের মতো আচরণ করছেন।
মিয়াঁদাদ বলেছেন, ’’আমি আপনার অধিনায়ক ছিলাম, আপনি আমার অধিনায়ক ছিলেন না। আমি রাজনীতিতে আসব এবং তার পরে আপনার সঙ্গে কথা বলব।.... আপনি ভগবানের মতো আচরণ করছেন। নিজেকে একমাত্র বুদ্ধিমান লোক ভাবছেন। মনে করছেন, পাকিস্তানে আর কেউ অক্সফোর্ড বা কেমব্রিজ ইউনির্ভাসিটিতে পড়েনি। মানুষের জন্য একটু ভাবুন।‘‘
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র সিইও পদে ওয়াসিম আক্রমকে বসিয়েছেন ইমরান, যা নিয়ে রীতিমতো অসন্তুষ্ট মিয়াঁদাদ। পিসিবি-তে কয়েকজনকে বসানো হয়েছে যাঁরা বিদেশি, তা নিয়েও আপত্তি রয়েছে বিশ্বকাপ জয়ী পাক ক্রিকেট দলের এই সদস্যের। মিয়াঁদাদ বলেন, ’’পিসিবি-র গুরুত্বপূর্ণ পদে একজন বিদেশিকে বসিয়েছেন। দুর্নীতি করে সে যখন বিদেশে পালিয়ে যাবে তখন কি হবে? পিসিবি-তে কাজ করার মতো যোগ্য লোক কি এ দেশে নেই? বাইরে থেকে লোক আনা হচ্ছে কেন?‘‘
ইমরানের বিরুদ্ধে মিয়াঁদাদের অভিযোগ, তিনি দেশের কথা ভাবছেন না। প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক বলেন, ’’পাকিস্তান কথার অর্থ কী? বাঁচো ও বাঁচতে দাও। আমি যা বলছি, তা দেশের কণ্ঠস্বর। আমি জানি, এসব কথা সাধারণ লোকের বলতে অসুবিধা আছে। কিন্তু আমি বলতে পারি। বিশ্বের সামনে এই পরিস্থিতির কথা তুলে ধরতে পারি।‘‘ এখানে না-থেমে মিয়াঁদাদ বলেছেন, ’’আমি অন্য জগৎ থেকে এসেছি। কিন্তু আমি বিশ্বের পরিস্থিতি জানি। আমি ইমরানকে এটাই বলতে চাই—তোমাকে আমিই প্রধানমন্ত্রী করেছি।‘‘

August 13, 2020 from Ekhon Somoi

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot