রাজ্যের দু’টি কোভিড হাসপাতালে লিক্যুইড অক্সিজেন প্ল্যান্ট বসছে। প্রথম দফায় বেলেঘাটা আইডি এবং এম আর বাঙ্গুর হাসপাতালে প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সূত্রের খবর, আগামীদিনে রাজ্যের অনান্য কোভিড হাসপাতালগুলিতে এই পরিকাঠামো গড়ে তোলা হবে।
কি এই প্ল্যান্ট?
কি এই প্ল্যান্ট?
হাসপাতালেই প্ল্যান্টের পরিকাঠামো গড়ে তোলা হবে। যেখানে তৈরি হবে অক্সিজেন। যেখান থেকে গোটা হাসপাতালে অক্সিজেন প্রদান করা হবে।
চিকিৎসকদের একাংশের মতে, করোনা সংক্রমণ দিনকে দিন বাড়ছে। বাড়ছে রোগীর সংখ্যা। অক্সিজেনের প্রয়োজনীয়তা বাড়ছে। সেই জন্যই সরকারের এই ব্যবস্থা।
বিপদের সময়ে মজুতের তালিকা থেকে বাদ পড়েনি প্রাণদায়ী বায়ুও! যার জেরে অক্সিজেন সিলিন্ডারের সরবরাহে ‘কৃত্রিম’ টান পড়েছে বলে অভিযোগ।অক্সিজেনের সিলিন্ডার ক্রয় বা ভাড়া নেওয়ার খরচ বেড়েছে। সঙ্কট পরিস্থিতিতে লোকে ভয় পেয়েই আগে থেকে অক্সিজেন সিলিন্ডার মজুত করতে শুরু করেছেন। আচমকা অক্সিজেনের চাহিদা তরতরিয়ে বাড়তে শুরু করেছে বলে বেসরকারি স্বাস্থ্যসূত্রে খবর। সঙ্কট কাটাতে এবার তাই হাসপাতালেই তৈরি হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট।
August 14, 2020 from Ekhon Somoi
August 14, 2020 from Ekhon Somoi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন