Advertise

test

LIVE

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

সারা-সুশান্ত প্রসঙ্গে হৃতিকের সঙ্গে সম্পর্কের তুলনা কঙ্গনার, বিদ্রূপ নাসিরুদ্দিনের

মুম্বই: স্টার ও স্টার কিডদের কঙ্গনা রানাওয়াত আক্রমণ করে চলেছেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই। এবার সেফ আলি খান ও অমৃতা সিংহের কন্যা সারা আলি খানের সঙ্গে সুশান্তের প্রেম নিয়ে মুখ খুললেন তিনি। আর সেই কথা বলতে গিয়েই ফের একবার কঙ্গনা নিয়ে এলেন হৃতিক রোশন প্রসঙ্গ৷ এদিকে কয়েক দিন আগে কঙ্গনাকে ‘অর্ধশিক্ষিত অভিনেত্রী’ বলে সম্বোধন করেছিলেন নাসিরুদ্দিন শাহ। এবার তিনি বিদ্রূপ করে বললেন, কঙ্গনা কখন যে কী বলে বসবে তা বুঝে ওঠা কারও পক্ষে সম্ভব নয়। এই বুঝি আবার একটা আবোল-তাবোল বলে বসল, এ নিয়ে মনে হয় আমার মতো আরও অনেকেই বেশ ভয়ে থাকেন!

কঙ্গনা লিখেছেন- 'আমি বিশ্বাস করি সারা সুশান্তকে ভালবাসত৷ সুশান্ত বোকা ছিল না যে কোনও মেয়ের প্রকৃত ভালবাসা না বুঝে তাকে মন দিয়ে বসবে৷ কিন্তু সারা নিশ্চয়ই চাপে পড়ে গিয়েছিল৷ ঠিক এমনই হৃতিকের সঙ্গে আমার সম্পর্কও খুব খাঁটি ছিল৷ কিন্তু তারপর কীভাবে ও আমার শত্রু হয়ে গেল তা আমার কাছে এখনও রহস্য হয়েই রয়েছে৷’


রিয়া চক্রবর্তীর নাম না করে কঙ্গনা তাঁকে শকুনও বলেছেন। তিনি লিখেছেন, এখন সারা এবং এসএসআর নিয়ে একাধিক সত্য প্রকাশ্যে আসছে। সুশান্ত ফ্যান্সি নেপোটিজমের শিকার হয়েছিল। আসলে ইন্ডাস্ট্রিতে বাইরের কোনও ট্যালেন্টকে এই স্টার কিডরা প্রয়োজনের সময় ব্যবহার করে, তারপর ছুড়ে ফেলে দেয়। এরপরেই সুশান্ত ওই শকুনটার খপ্পরে পড়ে।

কঙ্গনার এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যাপকভাবে ট্রোলের মুখে পড়তে হয়৷ লেখা হয়, সব ব্যাপারে নিজের কথা বলতে চান অভিনেত্রী৷ কেউ আবার বলেন যে, আর কত নীচু হবেন আপনি? কেউ বা শুধুই হৃতিক লিখে হাসির ইমোজি দেন!

সম্প্রতি সুশান্তের বন্ধু স্যামুয়েল হাওকিপ নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এক তথ্য যা কিনা বলিউডে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। স্যামুয়েল তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুত প্রেমে একবারে ডুবে ছিলেন ৷ আমার মনে আছে, কেদারনাথের প্রোমোশনের সময় ওঁরা দু’জন কীভাবে প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন ৷ দু’জনের সেই প্রেমের মধ্যে ছিল ইনোসেন্স, সম্মান ৷ সুশান্ত ও সারার মধ্যে যে প্রেম জমাট বেঁধেছিল, তা আজকাল একেবারেই দেখা যায় না ৷ খুবই স্বচ্ছ, সুন্দর সেই প্রেম ৷ সম্ভবত সোনচিড়িয়া ছবিটি ফ্লপ হওয়ার পরই মুভি মাফিয়াদের চাপে সারা সুশান্তের সঙ্গে ব্রেক আপ করেন। সুশান্তের বন্ধুর এই পোস্টের পরই নতুন করে কঙ্গনার পোস্ট।



August 21, 2020 from Ekhon Somoi

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot