১৪ জুন ব্যান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের খাটের সঙ্গে সিলিং ফ্যানের দূরত্ব, যে জামা দিয়ে গলায় ফাঁস দেন সুশান্ত, সে সব দিয়ে ঘটনার অবতারণা করা হবে। সবকিছুই করবেন সিবিআই আধিকারিকরা। তদন্তকারীদের একটি দল যখন ব্যান্দ্রার ফ্ল্যাটে বিভিন্ন জিনিস খতিয়ে দেখবে, অন্য দলটি কুপার হাসপাতালে যাবে। কুপার হাসপাতালের যে ৫ জন চিকিতসক সুশান্তের ময়নাতদন্ত করেন, তাঁদের সঙ্গে কথা বলা হবে। এসবের পাশাপাশি সুশান্তের রাধুনি নীরজকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।
জানা যাচ্ছে, ২০ অগাস্ট বিকেলে মুম্বইতে হাজির হচ্ছেন নুপূর প্রসাদ। তাঁর নেতৃত্বেই সুশান্তের মৃত্যু রহস্যের কিনারা করতে চলেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন