আলিয়া ভাট, সঞ্জয় দত্ত অভিনীত সড়ক টু-এর ট্রেলার মুক্তি পাওয়ার পরপরই ইউটিউবে লাইকের তুলনায় ডিসলাইক (অপছন্দ) পড়তে শুরু করে। ছবির ট্রেলার মুক্তির পরই ডিসলাইকের মাত্রা বাড়তে শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই তা পৌঁছে যায় প্রায় ১ মিলিয়নে। ডিসলাইকের পাশাপাশি সড়ক টু-কে নিয়ে তৈরি হতে শুরু করে বিভিন্ন ধরনের মিম।
এদিকে সড়ক টু-এর আলিয়া ভাট, সঞ্জয় দত্তের পাশাপাশি রয়েছেন আদিত্য রয় কাপুরও। সড়ক টু নিয়ে নেট জনতার ক্ষোভের পাশাপাশি তোপ দাগতে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদও। সড়ক টু-এর ট্রেলার হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ শানাতে শুরু করেন ভিএইচপি। যা নিয়ে আরও একদফা জোর শোরগোল শুরু হয়ে যায়।
August 13, 2020 from Ekhon Somoi
August 13, 2020 from Ekhon Somoi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন