পুলিস আধিকারিক প্রদ্যুত দত্ত জানিয়েছেন ইতিমধ্যেই পুলিস সেই আশাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সোনামুরা স্বাস্থ্য কেন্দ্রে পোলিও টিকা নেয় শিশুটি। তারপর তাঁর মা আশাকর্মীকে পানীয় জল দিতে বলে তখনই স্যানিটাইজার মেশানো জল দেন ওই আশা কর্মী। জল খেয়েই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার এমনই বর্ণনা দিয়ে পুলিস আধিকারিক প্রদ্যুত দত্ত জানিয়েছেন প্রাথমিক তদন্ত থেকে অনুমান ভুল করেই স্যানিটাইজার মেশানো জল দিয়ে ফেলেছিলেন ওই আশা কর্মী। স্বাস্থ্য আধিকারিকদের থেকে পাওয়া খবর অনুযায়ী শিশুটির অবস্থা এখন স্থিতিশীল এবং চিকিৎসা চলছে। প্রসঙ্গত করোনা লড়াইয়ে সক্রিয় ভূমিকা নিয়েছেন আশা কর্মীরা। কোভিড যুদ্ধে তাঁরাও সহযোদ্ধা।
August 13, 2020 from Ekhon Somoi
August 13, 2020 from Ekhon Somoi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন