বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঘোষপুকুর ফাঁড়ির পুলিস ওসি অভিজিৎ বিশ্বাসের নেতৃত্বি শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের ঘোষপুকুরের মোলানিজোত এলাকায় অভিযান চালায়।
সন্দেহজনক ১০ চাকা ট্রাক আটক করে পুলিশ। ট্রাকটির বস্তা খুলতে দেখা যায় মাথায় তেল বোঝাই রয়েছে। তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ৮ লক্ষ টাকার অবৈধ মদ। এই ঘটনায় ওই ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিস।
ধৃতদের নাম বিন্দু কুমার(৫০) ও রঞ্জিত রায়(২৫)। দুজনেই বিহারের পাটনার বাসিন্দা। উদ্ধার হওয়া মদ আলিপুরদুয়ার জেলার বারোবিসা থেকে বিহারের পাটনায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিস।
August 14, 2020 from Ekhon Somoi
August 14, 2020 from Ekhon Somoi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন