শনিবার বাগবাজারে ভারতমাতার পুজো করলেন বিজেপি কর্মীরা। সেখানে দেখা গেল পুজো উপলক্ষে ভালোই ভিড় করেছেন বিজেপি কর্মীরা। অনেকের মুখেই মাস্ক নেই। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বালাই নেই।
যথারীতি পুজো হল। ভোগ বিতরণ হল। তাতে অংশ নিলেন বহু মানুষ। করোনা স্বাস্থ্যবিধিকে পাত্তাই দিলেন না অনেকে।
যথারীতি পুজো হল। ভোগ বিতরণ হল। তাতে অংশ নিলেন বহু মানুষ। করোনা স্বাস্থ্যবিধিকে পাত্তাই দিলেন না অনেকে।
এদিকে, ওই পুজোর অনুমতি দেয়নি পুলিস। তার পরেও একপ্রকার জোর করেই ভারতমাতার পুজো করা হয়।
পুজো আয়োজক এলাকার বিজেপি নেতা ও আইনজীবী ব্রজেশ ঝা বলেন, পুলিস মঞ্চ ভেঙে দিয়েছিল। তার পরেও আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই পুজো করছি। কারণ এটা মানুষের আবেগ। মাইকে সাধারণ মানুষকে মাস্ক পরতে ও সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে অনুরোধ করছি।
August 15, 2020 from Ekhon Somoi
August 15, 2020 from Ekhon Somoi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন