Advertise

test

LIVE

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি, স্বাধীনতা দিবসের দিনেই এল ঘোষণা

এখন সময়:শেষ হল ভারতীয় ক্রিকেটের ইতিহাসের একটি অধ্যায়। ব্যাট, প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শনিবার ধোনি নিজের ইনস্টাগ্রামে জানালেন অবসর গ্রহণের কথা। লিখলেন ‘এতদিন ধরে ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার ভাবতে পারেন’।২০১৭ সালে একদিনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছেড়েছিলেন ধোনি। ২০১৪ সালে শেষে অস্ট্রেলিয়া ট্যুরের পরেই ছেড়েছিলেন টেস্ট ক্রিকেটের বাইশ গজও। তবে একদিনের ক্রিকেট থেকেও ধোনির অবসর অনেকটাই অপ্রত্যা শিত। ২০১৯-এও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে বিশ্বকাপের পর ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি।২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে আসা মহেন্দ্র সিং ধোনির। ২০০৭ সালে অধিনায়কের মুকুট মাথায় তুলে নেন ধোনি। ধোনিই একমাত্র খেলোয়াড় যিনি ওয়ান ডে, টি-২০ এবং টেস্ট, এই তিনটি ফর্ম্যাটেই খেলেছেন ৫০-এর অধিক ম্যাচ। ১৯৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ৭২টি টি-২০ ম্যাচে ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন ধোনি। প্রসঙ্গত ধোনিই একমাত্র স্কিপার যিনি স্বাদ পেয়েছেন সমস্ত ধরণের অন্তর্জাতিক ট্যুরনামেন্ট বিজয়ের। ঝুলিতে রয়েছে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। সংগ্রহে রইল সবরকমের আন্তর্জাতিক ট্যুর্নামেন্ট মিলিয়ে প্রায় ১৭ হাজার রানের পাহাড়। রইল ১৯৫ টি স্ট্যাম্পিং, ৬৩৪ ক্যাচের মালিকানা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot