তিনি তাঁর বলিউড-জার্নি নিয়ে অখুশি নন, তবে তাঁর প্রতিভার পূর্ণব্যবহার হয়নি, মনে করেন পতৌঢি পরিবারের জামাই কুণাল খেমু।
সম্প্রতি এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল জানান, ইন্ডাস্ট্রিতে যোগ্য সমাদর পাননি এমনটা মনে হয় না ঠিকই, কিন্তু তাঁর যোগ্যতার যথেষ্ট ব্যবহার করতে পারেনি বলিউড।...আরও ভাল কাজ পাওয়ার যোগ্যতা তাঁর ছিল, মনে করেন অভিনেতা। তাঁর কথায়, 'আমি এখন বিশ্বাস করি, আমি একটা জিনিসই করতে পারি, তা হল নিজের কাজ।'
মহেশ ভট্টর ছবিতে শিশু অভিনেতা হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। এরপর 'জখম', 'হাম হ্যায় রাহি পেয়ার কে', 'ভাই', 'দুশমন'-এর মতো ছবিতে।
২০০৫ এ সেই মহেশ ভট্টই কুণালকে বড়পর্দায় নিয়ে এলেন নায়ক হিসেবে। ছবির নাম 'কলযুগ'। সেই ছবির জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। এরপর কুণালের ফিল্মোগ্রাফিতে যুক্ত হয়েছেস 'ট্রাফিক সিগন্যাল', 'সুপারস্টার', 'গো গোয়া গান' সহ আরও ছবি। কুণালের কথায়, এত ছবি করার পরও কেউ তাঁকে নবাগত বলে ভুল করতেই পারেন। কারণ তিনি নাকি এখনও ছবিমুক্তির আগে ততটাই নার্ভাস।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে কুণাল অভিনীত 'লুটকেস'। কিন্তু ছবিটি তৈরি করা হয়েছিল বড়পর্দায় মুক্তি পাবে বলেই। শ্যুটিঁংয়ের সময় পরিচালক থেকে কলাকুশলী সকলের কাজের ধরনটাই হলমুক্তির কথা মনে করে। কিন্তু অতিমারী পরিস্থিতিতে তা হল না। তার জন্য কি কুণাল হতাশ?
অভিনেতার সোজাসাপ্টা উত্তর, ওটিটি আর হলমুক্তির স্বাদ আলাদা হলেও, ওটিটিতে একটা ছবি মুক্তি পেলে, সেটা সবসময়ের জন্য থেকে যায়। ছবির সাফল্য-ব্যর্থতার পুরো হিসেবটাই হয় প্রথম উইকএন্ডে ব্যবসার উপর। কিন্তু ওটিটি-তে আবার সেই ঝুঁকি নেই । কুণাল ছাডা়ও এই ছবিতে অভিনয় করেছেন গজরাজ রাও, বিজয় রাজ, রণবীর শোরে প্রমুখ।
https://ift.tt/eA8V8J August 06, 2020 at 02:53PM from Ekhon Somoi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন