Advertise

test

LIVE

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

সুশান্ত মৃত্যুর সিবিআই তদন্ত: প্রধানমন্ত্রীকে ট্যুইটারে ধন্যবাদ দিদি শ্বেতার, বললেন, ' রাখিবন্ধনের উপহার'

মুম্বই: বিহারে বিজেপি-জেডিইউ জোট সরকারের সুপারিশ মেনে নিল মোদির সরকার। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করবে সিবিআই। সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল। ২৮ জুলাই ছেলের মৃত্যুতে বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে, পটনায় এফআইআর দায়ের করেন সুশান্ত সিংয়ের বাবা কে কে সিং। মৃত্যুর তদন্ত শুরু করে মুম্বই পুলিশ! পাল্টা তদন্ত করতে মুম্বইয়ে পৌঁছয় বিহার পুলিশ! এরইমধ্যে তদন্ত বিহার থেকে মুম্বইয়ে সরানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন রিয়া চক্রবর্তী! বুধবার সেই আবেদনের শুনানির দিনই, মোদি সরকার তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়।
বুধবার সুশান্ত মৃত্যুতে সিবিআই তদন্তের কথা শুনে আনন্দ ধরে রাখতে পারেনি সুশান্ত-অনুরাগীরা আর অবশ্যই তাঁর দিদি শ্বেতা। তিনি নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে ইনস্টাগ্রামেও পোস্ট শেয়ার করেন তিনি। সেখানে হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, #RakshabandhanGift .

ইনস্টাগ্রামে এই খবর ভাগ করে নেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডে।

শ্বেতা এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন। তিনি বলেন, তাঁর আশা প্রধানমন্ত্রী সত্যের পাশে থাকবেন।
বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে শুনানি চলাকালীন, সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সুশান্ত সিংয়ের মৃত্যুর তদন্তভার সিবিআইকে হস্তান্তরের জন্য বিহার সরকারের সুপারিশ পেয়েছে কেন্দ্র। সেটি নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে।

সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান রিয়ার আইনজীবী শ্যাম দিভান । তিনি বলেন, কেন্দ্র সরকার কী করবে, কী না করবে তা শুনানির বিষয় নয়। সব ঘটনাই মুম্বইতে ঘটেছে। আমাদের দাবি, বিহার পুলিশকে তদন্ত থেকে বিরত রাখা হোক। রিয়াকে গ্রেফতার করা ঠিক হবে না।

এর তীব্র বিরোধিতা করেন সুশান্তের পরিবারের আইনজীবী। উল্টে তার অভিযোগ, মহারাষ্ট্র পুলিশ তদন্তে বিহার পুলিশকে সহযোগিতা করছে না। মহারাষ্ট্র পুলিশ মামলার তথ্যপ্রমাণ নষ্ট করছে।

August 06, 2020 from Ekhon Somoi

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot