সম্প্রতি পুণে জংশন রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম ধার্য করা হয়েছে ৫০ টাকা। ভারতীয় রেলের সাফাই, করোনার জন্যই তাদের এই পদক্ষেপ নিতে হয়েছে। কারণ এই অতিমারির সময় অনেকেই অকারণে আত্মীয়কে ছাড়তে স্টেশনে চলে আসছিলেন দল বেঁধে। এতে সামাজিক দূরত্ব বজায় ছিল না। তার উপর স্টেশন চত্বরে ভিড় জমছিল। তাই স্টেশনে ভিড় আটকাতেই এই কৌশল নেওয়া হয়েছে। প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫০ টাকা করে দেওয়ায় এখন আর ভিড় হবে না বলে আশা করছে রেল। যদিও সামাজিক যোগাযোমাধ্যমে লোকজন রেলের এই পদক্ষেপ নিয়ে প্রবল সমালোচনা শুরু করেছেন।
অনেকেই আন্দাজ করছেন, এবার রেল দেশের অনেক জংশন স্টেশনেই প্ল্যাটফর্ম টিকিটের মূল্য বাড়িয়ে দেবে। পুণের প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের স্টেজ রিহার্সাল। তবে এরই মাঝে জানা যাচ্ছে করোনার আবহে যাত্রী সুরক্ষার জন্য ভারতীয় রেল একের পর এক নতুন পদক্ষেপ নেবে। এবার থেকে স্টেশন চত্বরে নিনজা ড্রোন-এর মাধ্যমে নজরদারি চালানো হবে। কোথাও ভিড় হচ্ছে কি না, কেউ নির্ধারিত জায়গায় ছাড়া আবর্জনা ফেলছে কি না, এসবই দেখা হবে ড্রোনের মাধ্যমে। এছাড়া কারশেড ও রেলের এলাকার নজরদারিতেও নিনজা ড্রোন ব্যবহার করা হবে।
August 21, 2020 from Ekhon Somoi
 
 
 
   
   
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন