প্রসঙ্গত, গত ৪জুলাই লাভপুরের ভাটরা গ্রামে খুন হন তৃণমূল নেতা সহদেব বাগদি। বোলপুরের কাশিপুর থেকে লাভপুর থানার পুলিস আনারুলকে গ্রেফতার করে। লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের ভাটরা গ্রামের বাসিন্দা ছিলেন তৃণমূল নেতা সহদেব বাগদি। গত 4 জুলাই গ্রামের বাইরে তাঁর রক্তাক্ত দেহ পাওয়া যায়।
তিনি ঠিবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য ছিলেন। এই ঘটনায় লাভপুরের বিধায়ক মণিরুল ইসলামের দাদা আনারুল ইসলামের নাম জড়ায়। বৃহস্পতিবার বোলপুরের কাশিপুর থেকে আনারুলকে গ্রেফতার করে লাভপুর থানার পুলিস। ২০১০ সালে বালিরঘাটের দখলদারিকে কেন্দ্র করে একই পরিবারের তিন ভাইকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল।
ওই তিন ভাই সিপিআইএম সমর্থক ছিল বলে পুলিস সূত্রে খবর । সেই ঘটনায় মণিরুল ইসলাম ও তাঁর দাদার যুক্ত থাকার অভিযোগ ওঠে। একদা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মণিরুল ইসলাম পরে বিজেপিতে যোগ দেন ।
August 21, 2020 from Ekhon Somoi
August 21, 2020 from Ekhon Somoi
 
 
 
   
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন