এই প্রথমবার নায়াগ্রা ফলস-এর সামনে উড়বে তেরঙা। কাল বিকেলে নায়াগ্রা ফলসের সামনে ভারতীয় পতাকা উত্তোলন করা হবে বলে জানিয়েছে কানাডার ভারতীয় দূতাবাস। টরন্টোর ভারতীয় কনসোল জেনারেল অপূর্ব আগরওয়াল জানিয়েছেন, কানাডার আরও দুটি বিখ্যাত জায়গায় কাল তেরঙা উড়বে। টরন্টোর সিটি হলের সামনে থ্রিডি সাইন টরন্টো লেখাটি কাল গেরুয়া, সাদা, সবুজের হবে। এছাড়া টরন্টোর ৫৫২ মিটার উঁচু সিএন টাওয়ারে আগামীকাল ভারতীয় পতাকা উড়বে। কানাডায় বসবাসকারী ভারতীয়রা প্রতি বছর স্বাধীনতা দিবস ধুমধাম করে পালন করেন। তবে এবার সেই সুযোগ নেই।
এবার কানাডায় বসবাসকারী ভারতীয়রা উদযাপন করবেন ভার্চুয়াল প্রোগ্রাম-এর মাধ্যমে। ওটাওয়ায় ভারতীয় হাই কমিশনে পতাকা উত্তোলনের লাইভ স্ট্রিমিং হবে। এছাড়া টরন্টো ও ভ্যানকুভারের কনসুলেটে তেরঙা উত্তোলনের মুহূর্তও দেখা যাবে ভার্চুয়ালি। তবে প্রতিবারের মতো এবারও কানাডার ভারতীয়রা ফুড ফেস্টিভাল-এর আয়োজন করেছেন। সেখানে সেলেব্রিটি শেফরা বিভিন্ন সুস্বাদু ভারতীয় পদ তৈরি করবেন। এবার অবশ্য সেইসব খাবার চেখে দেখার সুযোগ নেই। কারণ অনুষ্ঠানের সম্প্রচার হবে লাইভ। সশরীরে কেউ থাকতে পারবেন না।
August 14, 2020 from Ekhon Somoi
August 14, 2020 from Ekhon Somoi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন