Advertise

test

LIVE

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

জয় হে! এই প্রথম নায়াগ্রা ফলস-এর সামনে উড়বে ভারতীয় পতাকা

রাত পোহালেই ৭৪তম স্বাধীনতা দিবস। প্রতি বছরের মতো এবারও গোটা দেশে সাজ সাজ রব। তবে পরিস্থিতির চাপে এবার দেশবাসীর আনন্দে যেন কিছুটা ভাঁটা পড়েছে। এবার স্বাধীনতা দিবসের সকালে ভিড় করে জন গণ মন গাওয়ার সুযোগ নেই। একসঙ্গে অনেকে দাঁড়িয়ে জাতীয় পতাকার দিকে তাকিয়ে স্যালুট জানানোর সুযোগও কম। করোনা এবার পরিস্থিতি প্রতিকূল করে দিয়েছে। জমায়েতের কোনও সুযোগ নেই। স্কুল, কলেজ বন্ধ। ফলে ছাত্র-ছাত্রীরাও এবার স্বাধীনতা দিবসে ঘরবন্দি। বেশিরভাগ ক্ষেত্রেই এবার স্বাধীনতা দিবসের উদযাপন হবে ভার্চুয়াল। অর্থাত্, মোবাইলের স্ক্রিন-এ চোখ রেখেই দেশের প্রতি শ্রদ্ধা জানাতে হবে দেশবাসীকে। সরাসরি তেরঙার নিচে এবার দাঁড়ানোর সম্ভাবনা কম। তবে এই দুঃসময়ে আপামোর দেশবাসীর জন্য ভাল খবরও রয়েছে।

এই প্রথমবার নায়াগ্রা ফলস-এর সামনে উড়বে তেরঙা। কাল বিকেলে নায়াগ্রা ফলসের সামনে ভারতীয় পতাকা উত্তোলন করা হবে বলে জানিয়েছে কানাডার ভারতীয় দূতাবাস। টরন্টোর ভারতীয় কনসোল জেনারেল অপূর্ব আগরওয়াল জানিয়েছেন, কানাডার আরও দুটি বিখ্যাত জায়গায় কাল তেরঙা উড়বে। টরন্টোর সিটি হলের সামনে থ্রিডি সাইন টরন্টো লেখাটি কাল গেরুয়া, সাদা, সবুজের হবে। এছাড়া টরন্টোর ৫৫২ মিটার উঁচু সিএন টাওয়ারে আগামীকাল ভারতীয় পতাকা উড়বে। কানাডায় বসবাসকারী ভারতীয়রা প্রতি বছর স্বাধীনতা দিবস ধুমধাম করে পালন করেন। তবে এবার সেই সুযোগ নেই।

এবার কানাডায় বসবাসকারী ভারতীয়রা উদযাপন করবেন ভার্চুয়াল প্রোগ্রাম-এর মাধ্যমে। ওটাওয়ায় ভারতীয় হাই কমিশনে পতাকা উত্তোলনের লাইভ স্ট্রিমিং হবে। এছাড়া টরন্টো ও ভ্যানকুভারের কনসুলেটে তেরঙা উত্তোলনের মুহূর্তও দেখা যাবে ভার্চুয়ালি। তবে প্রতিবারের মতো এবারও কানাডার ভারতীয়রা ফুড ফেস্টিভাল-এর আয়োজন করেছেন। সেখানে সেলেব্রিটি শেফরা বিভিন্ন সুস্বাদু ভারতীয় পদ তৈরি করবেন। এবার অবশ্য সেইসব খাবার চেখে দেখার সুযোগ নেই। কারণ অনুষ্ঠানের সম্প্রচার হবে লাইভ। সশরীরে কেউ থাকতে পারবেন না।  

August 14, 2020 from Ekhon Somoi

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot