কোপা আমেরিকার ইতিহাসে এই প্রথমবার দুই দেশ আয়োজক- আর্জেন্টিনা এবং কলম্বিয়া। উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনায়। আর ফাইনাল হবে কলম্বিয়ায়। উদ্বোধনী ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পাঁচটি এবং কলম্বিয়ার চারটি ভেনুতে হবে টর্নামেন্টের মোট ৩৮টি ম্যাচ। আর্জেন্টিনায় ১৮টি এবং কলম্বিয়ায় হবে বাকি ২০টি ম্যাচ। গ্রুপ পর্বের পর কোয়ার্টার ফাইনাল। দুটি গ্রুপ থেকে চারটি করে দল শেষ আটে মুখোমুখি হবে।
এবারের কোপা আমেরিকায় নর্থ জোন এবং সাউথ জোন দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
এবারের কোপা আমেরিকায় নর্থ জোন এবং সাউথ জোন দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
মোট অংশগ্রহণকারী দলের সংখ্যা ১২ টি।
August 14, 2020 from Ekhon Somoi
August 14, 2020 from Ekhon Somoi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন