Advertise

test

LIVE

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

সুশান্তের মৃত্যুর রহস্যের জট খুলতে চাই সিবিআই তদন্ত, দাবিতে অনড় কঙ্গনা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করুক সিবিআই। সুশান্তের মৃত্যুর তদন্তভার তুলে দেওয়া হোক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। সুশান্তের মৃত্যু কীভাবে হয়েছিল, সেই সত্যি জানার অধিকার প্রত্যেকের রয়েছে বলে ফের দাবি তোলেন কঙ্গনা রানাউত।

সুশান্তের মৃত্যুর রহস্যে সিবিআই তদন্ত চাই বলে কঙ্গনার পাশাপাশি নতুন করে দাবি জানাতে শুরু করেন প্রয়াত অভিনেতার অনুগামীরা। #CBIforSSR হ্যাশট্যাগ দিয়ে সুশান্ত অনুরাগীদের দাবি কার্যত ট্রেন্ড করতে শুরু করেছে ট্যুইটারে।

এদিকে সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিলে তাঁর কোনও আপত্তি নেই বলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কাছে জানান রিয়া চক্রবর্তী। তবে সুশান্তের মৃত্যুর তদন্তভার বিহার পুলিসের হাতে তুলে দেওয়া একেবারে বেআইনি বলে ফের আর্জি জানান রিয়ার আইনজীবী। পাশপাশি সুশান্তের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া বিহার থেকে সরিয়ে মুম্বইতে নিয়ে আসা হোক বলে শীর্ষ আদালতের কাছে নতুন করে আবেদন করা হয় রিয়া চক্রবর্তীর আইনজীবী তরফে।

সুশান্তের মত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক বলে ইতিমধ্যেই দাবি জানাতে শুরু করেছেন প্রয়াত অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডে। সুশান্তের এক সময়ের বান্ধবী কৃতি শ্যাননও দাবি করেন, সঠিক বিচার চাই সুশান্তের মৃত্যু রহস্যের। সঠিক বিচারের ফলে সুশান্তের আত্মা যেন শান্তে পায় বলেও আবেদন করেন কৃতি।

August 14, 2020 from Ekhon Somoi

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot