তদন্তে জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম সুজামানি গায়েন(৬০) । তিনি হরিদেবপুরের কালিতলার বাসিন্দা। তাঁকে খুনের অভিযোগে, বড় বউ সুজাতা গায়েন ও তাঁর বাবা মা মামা অজয় রাং, মালিনা মণ্ডল, বাসু মণ্ডল ও ট্যাক্সি চালকে গ্রেফতার করেছে পুলিস। জেরায় জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মেয়ের বাবা মা এবং মামা মিলে খাওয়া দাওয়া করেন। রাত তিনটের পর অপরাধ সংগঠিত হয়।
প্রথমে মাথায় মারা হয়। এরপর শ্বাসরোধ করে খুন করা হয়। একটি সবজির বস্তার মধ্যে দেহ ঢুকিয়ে খালে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল। এমসি ভ্যান টহলের সময়, ওদের আটকায়। প্রথমে পরমার কাছে আটকায় পুলিস। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। কথায় অসঙ্গতি থাকায় পুলিসের সন্দেহ হয়। ফের প্রগতি ময়দান থানা এলাকায় আটকায় পুলিস।
প্রথমে মাথায় মারা হয়। এরপর শ্বাসরোধ করে খুন করা হয়। একটি সবজির বস্তার মধ্যে দেহ ঢুকিয়ে খালে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল। এমসি ভ্যান টহলের সময়, ওদের আটকায়। প্রথমে পরমার কাছে আটকায় পুলিস। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। কথায় অসঙ্গতি থাকায় পুলিসের সন্দেহ হয়। ফের প্রগতি ময়দান থানা এলাকায় আটকায় পুলিস।
ট্যাক্সি থেকে উদ্ধার হয় বস্তা। বস্তা খুলতেই দেখা যায় দেহ।
August 14, 2020 from Ekhon Somoi
August 14, 2020 from Ekhon Somoi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন