Advertise

test

LIVE

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

পুনরায় পাঁচ বছর পরে ছোটো পর্দায় ফিরছেন অভিনেতা সোহেল দত্ত।

পুনরায় পাঁচ বছর পরে ছোটো পর্দায় ফিরছেন অভিনেতা সোহেল দত্ত।

এক সাক্ষাৎকারে আমাদের প্রতিনিধি তিনি জানালেন তার আগামী প্রজেক্ট গুলো নিয়ে।


বর্তমানে স্টার জলসায় জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী তে টোটা চৌধুরীর ভাগ্নের রোল এ আছেন এই উঠতি অভিনেতা এমনটাই জানালেন তিনি।

এর আগে ও জি-বাংলা তে তার অভিনীত প্রথম সিরিয়াল ছিল মোহনা। বউ কথা কও, তারে আমি চোখে দেখিনি, অদ্বিতীয়া ইত্যাদি স্টার জলসা চ্যানেল এ তার অভিনীত সিরিয়াল বলে দর্শক মহল জানে।

শিশু শিল্পী হিসেবে দুটি পুরস্কার ও রয়েছে তার ঝুলিতে। 'ক্লাসরুম' সিনেমা দিয়ে তার বড় পর্দায় প্রবেশ এবং ডেবিউ এর জন্য পুরস্কৃত হয়েছেন টেলি সিনে অ্যাওয়ার্ডে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot